নওগাঁয় পালিত হচ্ছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী
প্রকাশিত: মার্চ ১৭, ২০২১; সময়: ১২:৫২ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, নওগাঁঃ নানা আয়োজনের মধ্যদিয়ে নওগাঁয় পালিত হচ্ছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস
পালিত হয়েছে। বধুবার সকাল ৯ টায় শহরের এটিএম মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক হারুন-অর-রশিদ ।
পরে একে একে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামীলীগ, সিভিল সার্জন, খাদ্য বিভাগ সহ সরকারি-বে সরকারী সামাজিক সাংকৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়া জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
20