বগুড়ায় ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ৫
প্রকাশিত: মার্চ ১২, ২০২১; সময়: ২:২২ pm |
খবর > আঞ্চলিক
পদ্মাটাইমস ডেস্ক : বগুড়ায় ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। গতরাতে শহরের সাতমাথা বীরশ্রেষ্ঠ স্কয়ার এলাকায় এই ঘটনা ঘটে।
নেতাকর্মীরা জানায়, গতকাল বিকেলে ধুনট উপজেলা ছাত্রলীগের সমাবেশে যাওয়ার পথে মোটরসাইকেলে ধাক্কা লাগাকে কেন্দ্র করে যুগ্ম সাধারণ সম্পাদক তাকবিরের সাথে বাকবিতণ্ডা হয় জেলা কমিটির সদস্য জাহিদের। সিনিয়র নেতাদের হস্তক্ষেপে সেসময় বিষয়টি মীমাংসা হয়।
পরে ধুনট থেকে ফেরার পর রাতে সাতমাথা এলাকায় মারামারিতে জড়ায় দু’পক্ষ। ছুরিকাঘাতে আহত তাকবিরসহ ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
3