এনায়েতপুরে স্থল ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন
প্রকাশিত: মার্চ ১১, ২০২১; সময়: ৫:৪৪ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের এনায়েতপুর থানার স্থল ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে থানা আওয়ামীলীগের কার্যালয় চত্তরে দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে উপস্থিত কাউন্সিলরদের ভোটে সভাপতি হিসেবে শাহ আলম ও সাধারন সম্পাদক পদে মাজেদুল ইসলাম মাইকেল জয় লাভ করেন।
এসময় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ বজলুর রশিদ, সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) আজগর আলী বিএসসি, সহ-সভাপতি হাতেম আলী মাষ্টার, আহম্মদ মোস্তফা খান বাচ্চু, ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম সিরাজ, সাংগঠনিক সম্পাদক শওকত আলী, এবিএম শামীম হক, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম আল-আমিন, মেহেদী হাসান তুষার, শাহাদত হোসেনসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
6