শাহজাদপুরে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’ উদ্বোধন

প্রকাশিত: মার্চ ১১, ২০২১; সময়: ৪:৩৫ অপরাহ্ণ |
শাহজাদপুরে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চরনবীপুর গ্রামে প্রতিষ্ঠিত প্রফেসর আবদুল খালেক পাবলিক লাইব্রেরিতে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’ উদ্বোধন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর আবদুল খালেক পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠাতা নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আবদুল খালেক।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’ উদ্বোধনের মাধ্যমে এই অঞ্চলের মানুষ বঙ্গবন্ধুর প্রকৃত ইতিহাস জানতে পারবেন। এই ধরনের লাইব্রেরি এই অঞ্চলে আর নেই। প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা বিস্তারে প্রফেসর আবদুল খালেক পাবলিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বদরুন্নেসা মহিলা কলেজ, ঢাকার প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মেরিনা জাহান কবিতা। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য সুমগ্ম করিম, প্রফেসর আবদুল খালেক পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিলন প্রমুখ।

  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে