মান্দায় ভেজাল হলুদ কারখানা সিলগালা আটক ১

প্রকাশিত: মার্চ ৯, ২০২১; সময়: ৫:১৯ অপরাহ্ণ |
মান্দায় ভেজাল হলুদ কারখানা সিলগালা আটক ১

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভেজাল হলুদ তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে আব্দুল লতিফ (৫০) নামে একজনকে আটক করা হয়েছে। আটককৃত আব্দুল লতিফ উপজেলার গনেশপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মৃত মেহের আলী মন্ডলের ছেলে। সোমবার সন্ধ্যার দিকে উপজেলার সতিহাট বাসষ্ট্যান্ড এলাকার অদুরে মাষ্টার মিলে ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করে। এসময় কারখানাটি সিলগালা করে দেয়া হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও আব্দুল হালিম জানান, উপজেলার সতিহাট বাসস্ট্যান্ড এলাকার অদুরে মাষ্টার মিলে ভেজাল হলুদ তৈরি করে বাজারজাত করা হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় মিলের ভেতর থেকে গোখাদ্য, কাঠের গুড়াসহ ভেজাল হলুদ তৈরির বিভিন্ন উপকরণ জব্দসহ কারখানাটি সিলগালা করে দেয়া হয়েছে।

ইউএনও আরও বলেন, অভিযানকালে ভেজাল হলুদ তৈরির কাজে জড়িত থাকার অভিযোগে আব্দুল লতিফ নামে একজনকে আটক করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, সতিহাটের ওই কারাখানায় তৈরি ভেজাল হলুদ উপজেলার প্রত্যন্ত এলাকায় দীর্ঘদিণ ধরে সরবরাহ করে আসছিল একটি অসাধু চক্র। এই ভেজাল হলুদ মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এর ক্রেতা নিম্ন আয়ের দরিদ্র মানুষ।

অভিযানের নেতৃত্ব দেন মান্দা উপজেলা নির্বাহী অভিযান আব্দুল হালিম। এসময় জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) নওগাঁর প্রতিনিধি, মান্দা থানা পুলিশ ও সেনেটারী ইন্সপেক্টর উপস্থিত ছিলেন। ভেজাল হলুদ কারখানার মালিক সোহের রানা পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানা গেছে।

  • 31
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে