নন্দীগ্রামে গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা
প্রকাশিত: মার্চ ৮, ২০২১; সময়: ২:৫৯ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে গলায় ফাঁস দিয়ে আশা খাতুন (২৩) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে। সে উপজেলার বুড়ইল ইউনিয়নের কামুল্যা গ্রামে মঞ্জুরুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার (৮ মার্চ) সকালে আশা খাতুন নিজ শয়নঘরে সকলের অজান্তে সেলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন জানতে পেরে তাকে উদ্ধার করে ডাক্তারের কাছে নিয়ে গেলে সেখানে তাকে মৃত ঘোষনা করা হয়। সে কি কারনে আত্মহত্যা করেছে তাৎক্ষনিকভাবে তা জানা যায়নি।
থানার ওসি কামরুল ইসলাম জানায়, তার শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
1