নন্দীগ্রামে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

প্রকাশিত: মার্চ ৭, ২০২১; সময়: ২:৪২ অপরাহ্ণ |
নন্দীগ্রামে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

রোববার (৭ মার্চ) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু, থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একরামুল হক, মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন, মফিজুর রহমান, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা ও উপজেলা কৃষক লীগের সভাপতি সফিকুল ইসলাম প্রমূখ।

পরে পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ছাড়াও বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান ঐতিহাসিক ৭ই মার্চ পালন করেছে।

  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে