ধামইরহাটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শুদ্ধা নিবেদন ও আলোচনা

প্রকাশিত: মার্চ ৭, ২০২১; সময়: ২:২৪ অপরাহ্ণ |
ধামইরহাটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শুদ্ধা নিবেদন ও আলোচনা

নিজস্ব প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শুদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ধামইরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ১ম বারের মত সরকারী ভাবে উদযাপনে সকাল ৯ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শুদ্ধা নিবেদন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি।

এ সময় উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাগণ,উপজেলা পরিষদের সরকারী কর্মকর্তাগণ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ, ধামইরহাট পৌরসভা, স্বাস্থ্য কমপ্লেক্স, বঙ্গবন্ধু পাঠচক্র, উপজেলা প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংসদ শহীদুজ্জামান সরকা।

বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ওসি আবদুল মমিন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. দেলদার হোসেন, সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা এক্কা, ধামইরহাট ইউপি চেয়ারম্যান কারুজ্জামান, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইন, চকময়রাম সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মেশকাতুন জান্নাত, সুফিয়া পাইলচ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আফিক মুয়াম্মার, মডেল সপ্রাবির শিক্ষার্থী হালিমা আকতার প্রমুখ বক্তব্য রাখেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

  • 83
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে