পোরশায় ঐতিহাসিক ৭ মার্চ পালন

প্রকাশিত: মার্চ ৭, ২০২১; সময়: ২:২২ অপরাহ্ণ |
পোরশায় ঐতিহাসিক ৭ মার্চ পালন

নিজস্ব প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭মার্চ পালন করা হয়েছে। রোববার দিবসটি উপলক্ষ্যে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগের পক্ষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী ও ইউএনও নাজমুল হামিদ রেজা। এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, কৃষি কর্মকর্তা মাহফুজ আলম, নির্বাচন কর্মকর্তা তোজাম্মেল হক, খাদ্যনিয়ন্ত্রক রতন কুমার প্রামানিক, জনস্বাস্থ্য কর্মকর্তা মিলন কুমার, প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান হাবিবসহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলা প্রশাসনের আয়োজনে অন্যান্য কর্মসুচির মধ্য ৭ই মার্চের ভাষনের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও জাতির পিতা বঙ্গবন্ধুর জীবনী, মহান মুক্তিযুদ্ধ ভিত্তিক ডকুমেন্টারী ও চলচিত্র প্রদর্শন করা হয়।

অপরদিকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটিতে মিলাদ মাহফিল সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

  • 21
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে