বিপুল পরিমান চোলাইমদ তৈরির সামগ্রীসহ গ্রেপ্তার ১

প্রকাশিত: মার্চ ৬, ২০২১; সময়: ১০:০৩ অপরাহ্ণ |
বিপুল পরিমান চোলাইমদ তৈরির সামগ্রীসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক : র‌্যাব-৫ অভিযানে বিপুল পরিমান দেশীয় তৈরি চোলাইমদ সহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। ৬/০৩/২০২১ ইং আনুমানিক ১৩:০০ দিকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানান, র‌্যাবের গোয়েন্দা সদস্যরা দীর্ঘদিন ধরে নজরদারী অব্যাহত রেখেছিল। র‌্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন নয়াগোলা উত্তর ভবানীপুর গ্রামে মেসার্স রুমানা এন্টার প্রাইজ এর দোকানের সামনে পাঁকা রাস্তার উপরে বিপুল পরিমান দেশীয় তৈরি চোলাইমদ সহ অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে উক্ত মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করার লক্ষ্যে র‌্যাবের অপারেশন দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অদ্য ০৬/০৩/২০২১ ইং আনুমানিক ১৩:০০ ঘটিকায় উপরোক্ত মাদক ব্যবসায়ী ১। শ্রীমতি ডলি রাণী (৩০), পিতা-শ্রী শালিক চৌধুরী, মাতা- শ্রীমতি মিনতি চৌধুরী, সাং-আতাহার বুলনপুর, ওয়ার্ড নং-০৭ (পৌরসভা), থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ ’কে হাতেনাতে আটক করা হয়।

এ সময় তার হেফাজত হতে ৩৮ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়। উক্ত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ দেশীয় তৈরি চোলাই সহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় ০১টি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

 

  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে