সোনামসজিদ সীমান্তে বৃদ্ধার মরদেহ উদ্ধার

প্রকাশিত: মার্চ ৬, ২০২১; সময়: ৪:৫৫ অপরাহ্ণ |
সোনামসজিদ সীমান্তে বৃদ্ধার মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত এলাকার আঁখ ক্ষেত থেকে এক বৃদ্ধ নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজিবি-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের দারুসবাড়ি মসজিদ থেকে ৫’শ গজ উত্তরে কলোনীপাড়া শ্মশানঘাট এলাকায় ঘাস কাটতে যায় কয়েকজন বাংলাদেশী কৃষক। এ সময় আর্ন্তজাতিক সীমান্ত পিলার ১৮৫/৬ এস এর কাছে একজনের লাশ দেখতে পেয়ে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী ২৪ বিএসএফ ব্যাটালিয়নের লদিয়া ক্যাম্পের সদস্যরা বাংলাদেশী কৃষকদের বিষয়টি অবহিত করে। পরে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিজিবি’র সহযোগিতায় লাশ উদ্ধার করে।

শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, সীমান্ত থেকে অজ্ঞাতনামা ৫০ উর্দ্ধ এক বৃদ্ধ মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। তবে শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে- তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। তার পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের পর আঞ্জুমানে মফিদুলের নিকট লাশ হস্তান্তর করা হবে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, সে মানষিসক ভারসাম্যহীন ছিল। এলাকায় গত দুই মাস ধরে ঘোরাঘুরি করত।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্তে বাংলাদেশ অংশের ৫০ গজ অভ্যন্তরে এক বৃদ্ধ নারীর লাশ পাওয়া গেছে। সে মানসিক প্রতিবন্ধি। ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে, তারাই পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা করবেন। তবে এটি সীমান্ত হত্যাকান্ড নয় বলে জানান তিনি।

  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে