চাঁপাইনবাবগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: মার্চ ৫, ২০২১; সময়: ৯:৫৮ অপরাহ্ণ |
চাঁপাইনবাবগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে অনিয়মের প্রতিবাদে ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

৫ ই মার্চ শুক্রবার বিকাল ৫ টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৭/৮ নম্বর ওয়ার্ডের রাজারামপুর মালোপাড়া মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রাস্তায় ২৪ ঘন্টা অবৈধ ট্রাক্টর চলাচল, সরকারি রাস্তায় বালুর পাইপ লাইন সংযোগ, মহানন্দা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে এবং নিরাপদ সড়কের দাবিতে এলাকার যুবসমাজ এবং স্থানীয় ব্যক্তিবর্গ মানববন্ধান করেছে বলে জানা যায়।

মানববন্ধনে বক্তারা বলেন, পরিকল্পনাহীন বালু উত্তোলনের কারণে ভয়াবহ ভাঙনের কবলে পড়ছে জেলার রাজারামপুর, নিমগাছি, হাজীপাড়া এলাকাসহ দিয়াড় অঞ্চল। বক্তারা আরো বলেন রাস্তায় বেপরোয়া ভাবে ট্রাক ও ট্রাক্টর রাস্তায় যানজট সৃষ্টি হয়। বেশিরভাগ সময় বালু ভর্তি ভারী যানবহন চলার কারনে আশেপাশে দাঁড়ানোর মত অবস্থা থাকে না। রাস্তা পারাপারের ঝুকির কথাও উঠে আসে তাদের বক্তব্যে।

উল্লেখ্য যে, বক্তারা চাঁপাইনবাবগঞ্জের সড়কে ট্রাক দূর্ঘটনার সংখ্যা বেড়ে যাওয়ার কারণ হিসেবে বিভিন্ন অনিয়ম ও যানবাহনের বেপরোয়া গতীকে দায়ী করেন।

এসময় তারা অনিয়ম বন্ধে বিভিন্ন দাবি দাওয়া পেশ করেন। দাবিগুলো হলো- অবৈধ বালু উত্তোলন বন্ধ করা, রাস্তায় ফেলে রাখা অবৈধ বালুর পাইপ সরিয়ে নেয়া, অবৈধ ট্রাক্টর চলাচল বন্ধ এবং যানবাহনের গতিসীমা ২০ কিলোমিটার করা। চলমান অনিয়ম বন্ধে ও উপযুক্ত ব্যবস্থা নিতে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করে মানববন্ধন শেষ করেন।

  • 13
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে