সিরাজগঞ্জের এনায়েতপুরে জুড়ে চলছে ব্যতিক্রমী আলোর উৎসব

প্রকাশিত: মার্চ ৫, ২০২১; সময়: ৩:৩৪ অপরাহ্ণ |
সিরাজগঞ্জের এনায়েতপুরে জুড়ে চলছে ব্যতিক্রমী আলোর উৎসব

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : রাতভর এখন বৈদ্যুতিক নানা আলোর ঝলকানিতে মুখোরিত সিরাজগঞ্জের তাঁত শিল্প সমৃদ্ধ এনায়েতপুর। এলাকার ৩ কিলোমিটার রাস্তা-ঘাট সহ যমুনার পাড়ও বর্নিল আলোয় সাজানো হয়েছে অপরুপ সাজে।

মাথার উপরে টিপ-টিপ বাতির আলোর ছাতায় মুদ্ধ সবাই। উপমহাদেশের প্রখ্যাত ইসলাম প্রচারক হযরত শাহ সুফী খাজা ইউনুছ আলী এনায়েতপুরী (রঃ) এর আগামী ৩ জানুয়ারী হতে ২০২০ সালের ১০৫ তম বাৎসরিক ওরশ উপলক্ষে আলোর এই কারুকার্য নিয়ে সবার মাঝে বিরাজ করছে অন্যরকম উৎসাহ ও উদ্দিপনা। এক পলক দেখতে ভিড় করছে সবাই।

এদিকে বাৎসরিক এ ঐতিহ্যের ওরশ ও মেলা উপলক্ষে এনায়েতপুর থানার প্রায় ৩ লক্ষার্ধীক মানুষ অসম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে অতীতের ধারাবাহিকতায় প্রতিটি বাড়িতে-বাড়িতে নায়রে ঝি-বেটিদের এনে নবান্নের পিঠা-পুলির প্রস্তুতি শুরু করেছে।

  • 466
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে