নন্দীগ্রামে বিশেষ অভিযানে ডাকাতি মামলার আসামীসহ গ্রেপ্তার-৯

প্রকাশিত: মার্চ ৪, ২০২১; সময়: ৪:২৫ অপরাহ্ণ |
নন্দীগ্রামে বিশেষ অভিযানে ডাকাতি মামলার আসামীসহ গ্রেপ্তার-৯

নিজস্ব নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে বিশেষ অভিযানে ডাকাতি মামলার আসামীসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলামের নির্দেশনায় থানার এসআই চাঁন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ৩ মার্চ দিবাগত রাতে উপজেলার বুড়ইল ইউনিয়নের দাসগ্রাম হতে ৪ লিটার বাংলা মদসহ দাসগ্রামের সন্তোষ চন্দ্র মাহাতোর ছেলে রণজিৎ চন্দ্র মাহাতো ও সচিন চন্দ্র মাহাতোর ছেলে রিপন চন্দ্র মাহাতোকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

অপরদিকে থানার এসআই নুর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে একই রাতে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কল্যাণনগর গ্রাম থেকে জুয়া খেলার সময় কল্যাণনগর গ্রামের শ্যামল চন্দ্রের ছেলে সাগর কুমার, নিখিল চন্দ্রের ছেলে বাসুদেব কুমার, সুখিল চন্দ্রের ছেলে সাগর কুমার ও নিতাই চন্দ্রের ছেলে জয় কুমারকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে থানায় জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া পুলিশ একই রাতে ওয়ারেন্টমূলে উপজেলার বুড়ইল ইউনিয়নের পানিয়াদিঘী গ্রামের বাদল মাষ্টারের ছেলে মেহেদুল ইসলাম ও থালতা মাঝগ্রাম ইউনিয়নের সারাদিঘর গ্রামের সোলায়মান আলীর ছেলে মোশারফ হোসেনকে গ্রেপ্তার করে। পরে থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রশিদ সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে ডাকাতি মামলায় সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের সানুপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে আইয়ুব আলীকে গ্রেপ্তার করেছে।

থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের আজ বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে