নওগাঁয় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সামগ্রী ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের হুইল চেয়ার বিতরণ

প্রকাশিত: মার্চ ৪, ২০২১; সময়: ১:৩৩ অপরাহ্ণ |
নওগাঁয় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সামগ্রী ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের হুইল চেয়ার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁ সদর উপজেলার ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানে উপজেলা পরিচলন ও উন্নয়ন প্রকল্পের (ইউজিডিপি) এর আওতায় উঁচু নিচু সিট ব্রেঞ্জ, আশার আলো প্রতিবন্ধি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার এবং উপজেলার তপোবন সরকারী প্রাথমিক বিদ্যলয়ে ফ্যান বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (০৪ মার্চ) দুপুরে সদর উপজেলা অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসকল সামগ্রী বিতরণ করেন নওগাঁ সদর ০৫ আসনের সংসদ সদস্য ব্যরিস্টার নিজাম উদ্দিন জলিল জন ।

এসময় স্থানীয় সরকার বিভাগ ও জাইকা এর অর্থায়নে নওগাঁ সদর উপজেলার ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানে  ১৮৬জোড়া উঁচু নিচু সিট ব্রেঞ্জ, আশার আলো প্রতিবন্ধি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে৭৪টি হুইল চেয়ার এবং তপোবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১২টি ফ্যান বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিন,  নওগাঁ সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, নওগাঁ সদর মডেল থানা অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জুয়েল সহ উপকারভুগী সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ।

  • 966
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে