সিরাজগঞ্জে এইচ টি ইমামের প্রথম জানাজা

প্রকাশিত: মার্চ ৪, ২০২১; সময়: ১:১২ অপরাহ্ণ |
সিরাজগঞ্জে এইচ টি ইমামের প্রথম জানাজা

পদ্মাটাইমস ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৪ মার্চ) বেলা সাড়ে ১১টা দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আকবর আলী সরকারি কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিতে দূর-দূরান্ত থেকে হাজার হাজার মানুষের ঢল নামে। পরিবার, স্বজনরা ছাড়াও জানাজায় অংশ নেন এলাকাবাসী।

এর আগে এইচ টি ইমামের মরদেহ হেলিকপ্টারে শেষবারের মতো নেয়া হয় তার পৈতৃক বাড়ি উল্লাপাড়ায়। পরে জানাজার জন্য আকবর আলী সরকারি কলেজ মাঠে আনা হয় এইচ টি ইমামের মরদেহ। সেখানে জেলা প্রশানের পক্ষ থেকে দেয়া হয় গার্ড অব অনার। এ সময় স্থানীয় আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। জানাজায় উপস্থিত তার পরিবার, এলাকাবাসী এ সময় কান্নায় ভেঙে পড়েন।

এরপর বেলা সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রাখা হবে। বাদ আছর গুলশানের আজাদ মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে এবং এরপর মরহুমকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা এইচ টি ইমাম বৃহস্পতিবার রাত ১টায় সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে