শিবগঞ্জে সাংবাদিক তারেকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: মার্চ ২, ২০২১; সময়: ২:২৭ অপরাহ্ণ |
শিবগঞ্জে সাংবাদিক তারেকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মানববন্ধন কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে গিয়ে মোহনা টেলিভিশন ও দৈনিক অধিকার পত্রিকার জেলা প্রতিনিধি তারেক রহমান উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কানসাট গোপালনগর মোড়ে তরুন সাংবাদিক মহলের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপি চলা মানববন্ধনে সাংবাদিক নাদিমের হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দৈনিক খবরপত্রের আঞ্চলিক প্রতিনিধি আমিনুল হক, সাংবাদিক সেতাউর রহমান, সোহান মাহমুদ, শহিদুল ইসলাম রনি, শামসুন্নাহার সোহানা ও আল-আমিনসহ অন্যরা। বক্তারা বলেন, পদ্মা নদীর পাঁকা ফেরিঘাটের অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে গেল উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছিলেন ভূক্তভোগীরা।

এ সময় ১৫-১৬ জন যুবক লাঠিসোঁটা ও রড নিয়ে মানববন্ধনকারীদের ওপর হামলা করতে যায়। কিন্তু পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিক তারেক রহমান মুঠোফোনে চিত্র ধারণ করতে গেলে তার ওপর হামলা চালায়। অবিলম্বে সাংবাদিকের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। এর আগে সোমবার দুপুরে হামলার শিকার হন সাংবাদিক তারেক রহমান। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন।

  • 165
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে