বেলকুচিতে জেলা পরিষদের আধুনিক যাত্রী ছাউনী উদ্বোধন

প্রকাশিত: মার্চ ২, ২০২১; সময়: ৩:৫২ অপরাহ্ণ |
বেলকুচিতে জেলা পরিষদের আধুনিক যাত্রী ছাউনী উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বেলকুচিতে দীর্ঘ দিনের যাত্রী দুর্ভোগ নিরোসনে জেলা পরিষদের উদ্যোগে ৩৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত আধুনিক যাত্রী ছাউনী উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই যাত্রী ছাউনীটি উদ্বোধন করেন।

এসময় সিরাজগঞ্জ বেলকুচি পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল মজিদ প্রামানিক, বড়ধুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ, মেঘুল্লা নাজমুল উলুম ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নজরুল ইসলাম, জেলা পরিষদের হিসাব রক্ষন কর্মকর্তা সুরজিৎ মজুমদার, সার্ভেয়ার এনামুল হোসেন, মাসুদ রানা, মুকন্দগাঁতি বাজারের ব্যবসায়ী হাজী আব্দুল মাঙ্গন মেম্বর, প্রমুখ উপস্থিত ছিলেন।

লতিফ বিশ্বাস বলেন, সামগ্রীক উন্নয়নে শেখ হাসিনা এগিয়ে নিচ্ছে দেশকে। তারই ধারাবাহিকতায় মাঠ-ঘাট সহ তৃনমুলে অন্যান্য উন্নয়নে কাজ করছে জেলা পরিষদ। নামমাত্র যাত্রী ছাউনী নয় এটা। এখানে ৯০ জনের মত মানুষ আয়েসে বসবার পাশাপাশি হাই ও নরমাল কমোড বাথরুম রাখা হয়েছে। হাত ধোবার জন্য রয়েছে দৃষ্টিনন্দন বেসিন। যাত্রীদের শরীর জুড়াতে রয়েছে সর্বক্ষন বৈদ্যুতিক পাখার ব্যবস্থা। অনেকের বাড়িতেই এমন ব্যবস্থা নেই। যা সিরাজগঞ্জের দক্ষিন এলাকার প্রাণকেন্দ্র মুকন্দগঁতি বাজার, বাস, সিএনজি স্ট্যান্ডে দীর্ঘ দিনের দুর্ভোগ লাঘবে অনন্য ভুমিকা রাখবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে