জয়পুরহাটে জাতীয় বীমা দিবস পালিত

প্রকাশিত: মার্চ ১, ২০২১; সময়: ৯:৩৭ অপরাহ্ণ |
জয়পুরহাটে জাতীয় বীমা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : মুজিববর্ষের অঙ্গীকার বীমা হোক সবার এই প্রতিপাদ্যকে সামনে রেখে দ্বিতীয় জাতীয় বীমা দিবস উপলক্ষ্যে জয়পুরহাটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা প্রশাসক শরীফুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার সোমাইয়া আক্তার, এন টিভির জেলা প্রতিনিধি শাহজাহান সিরাজ মিঠু, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের পপুলার ডিপিএস প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক ও একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি এস এম শফিকুল ইসলাম, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের লোকবীমা প্রকল্পের রিজিওনাল কো-অডিনেটর হারুন-অর- রশীদ, জীবন বীমা কর্পোরেশনের সহকারি ম্যানেজার ফজলুর,সাধারণ বীমা কর্পোরেশন ডেপুটি ম্যানেজার হারুনুর রশিদ রহমান, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ইসলামী বীমা তাকাফুল প্রকল্পের ডিসটিক কো-অর্ডিনেটর আনোয়ার হোসেন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ফেরদৌস আলমসহ স্থানীয় প্রশাসনের ও জেলার বিভিন্ন বীমা কোম্পানির কর্মকর্তাবৃন্দ।

জেলা প্রশাসক শরীফুল ইসলাম বলেন, আমার মনে হয় এই দেশে একদিন একটি মানুষও বীমার বাহিরে থাকবে না। বীমা ছাড়া উন্নত বিশ্বে কোন কিছু চলে না, তাহলে আমাদের দেশেও কিছু চলার কথা না।

  • 20
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে