শিবগঞ্জে প্রতিবন্ধী-প্রান্তিক জনগোষ্ঠাদের মাঝে হুইল চেয়ার-চেক বিতরণ

প্রকাশিত: মার্চ ১, ২০২১; সময়: ৮:৩৭ অপরাহ্ণ |
শিবগঞ্জে প্রতিবন্ধী-প্রান্তিক জনগোষ্ঠাদের মাঝে হুইল চেয়ার-চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার, শিক্ষা উপবৃত্তি, পল্লী মাতৃকেন্দ্রের সদস্য-সম্পাদিকাদের মাঝে ঋণ-সম্মানী ভাতা, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সফটস্কীল ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণপ্রাপ্ত (কামার, কুমার, নাপিত, জুতা মেরামত ও প্রস্তুতকারক, বাঁশ বেত প্রস্তুতকারক) ব্যক্তিদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব উপকরণ ও চেক বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগমসহ অন্যরা।

অনুষ্ঠানে ২৬৯ জনের মাঝে হুইল চেয়ার-সাদাছড়ি ও ৪০ জনের প্রত্যেককে ১৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

  • 284
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে