মান্দায় লীলা কীর্তন অনুষ্ঠানে এমপির অনুদান

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২১; সময়: ১০:৩০ অপরাহ্ণ |
মান্দায় লীলা কীর্তন অনুষ্ঠানে এমপির অনুদান

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় স্বল্প পরিসরে প্রসাদপুর রাধা-গোবিন্দ জিউ মন্দির প্রঙ্গণে ৮প্রহর ব্যাপি মহানামযজ্ঞ ও লীলা কীর্তন অনুষ্ঠান শুরু হয়েছে। এ অনুষ্ঠান উপলক্ষে স্থানীয় সংসদ সদস্য মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক অনুদান হিসেবে এক মেট্রিকটন চাল প্রদান করেন।

শুক্রবার বিকেলে এমপির পক্ষে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোল্লা এমদাদুল হক মন্দির কমিটির নেতৃবৃন্দের হাতে এ চাল তুলে দেন। এসময় মন্দির কমিটির সভাপতি অবনি ভূষণ প্রামানিক, সাধারণ সম্পাদক অনুপ কুমার মহন্ত, হরিবাসর উদযাপন কমিটির সভাপতি হৃদয় রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক মোহিনী মোহন প্রামানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ জহুরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সুত্র জানায়, দীর্ঘদিন ধরে প্রসাদপুর রাধা-গোবিন্দ জিউ মন্দির প্রাঙ্গনে ৪০ প্রহর ব্যাপি মহানামযজ্ঞ ও লীলা কীর্তন অনুষ্ঠান হয়ে আসছে। কিন্তুু বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে এ বছর অনুষ্ঠানটি সংক্ষিপ্ত করে ৮ প্রহর ব্যাপি উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করে মন্দির কমিটি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে