শিবগঞ্জে চাঞ্চল্যকর অটোচালক ভোদু হত্যা, অন্ধকারে পুলিশ

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২১; সময়: ৩:৩৮ অপরাহ্ণ |
শিবগঞ্জে চাঞ্চল্যকর অটোচালক ভোদু হত্যা, অন্ধকারে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জবাই করে চাঞ্চল্যকর অটোচালক মজলুর রহমান ভোদু হত্যা মামলার এখনও রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। এমনকি কাউকে শনাক্ত করতে পারেনি থানা পুলিশ।

এ নিয়ে নিহতের স্বজনদের মাঝে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে। দুদিন অতিবাহিত হলেও চাঞ্চল্যকর হত্যা মামলা নিয়ে ঘোর অন্ধকারে রয়েছে পুলিশ। নিহতের স্বজনদের অভিযোগ- মজলুর রহমান ভোদুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বিষয়টি স্বীকার করে মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) আবদুল মালেক জানান, মজলুর রহমান ভোদু একটি চাঞ্চল্যকর মামলা হিসেবে আমরা তদন্ত করছি। এখনও হত্যা রহস্য উদঘাটন বা কাউকে আটক করা যায়নি। শিগগির আসামীদের আইনের আওতায় আনা হবে।

প্রসঙ্গত, গত বুধবার ভোরে উপজেলার কানসাট পুঠিমারী বিলের একটি ব্রিজের নিচ হতে মজলুর রহমান ভোদু নামে এক ব্যক্তির জবাই করা মরদেহ উদ্ধার করে শিবগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় ওইদিনই নিহতের ভাই তোজাম্মেল হক বাদি হয়ে অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। নিহত মজলুর রহমান ভোদু উপজেলার বিনোদপুর ইউনিয়নের একবরপুর জাব্বার বিশ্বাসটোলার গ্রামের আইনাল হকের ছেলে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে