সাপাহারে বীর মুক্তিযোদ্ধা কয়েস উদ্দীনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২১; সময়: ৪:০৭ অপরাহ্ণ |
সাপাহারে বীর মুক্তিযোদ্ধা কয়েস উদ্দীনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নিজস্ব প্রতিবেদক, সাপাহার : নওগাঁর সাপাহারে বীর মুক্তিযোদ্ধা কয়েস উদ্দীন কে রাষ্ট্রীয় মর্যদায় (গার্ড অব অনার) প্রদান করে দাফন সম্পন্ন করা হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা কয়েস উদ্দীন অসুস্থতা জনিত কারণে গত মঙ্গলবার বিকেল ৩ টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি…….রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়ে ছিল ৬৫ বছর।

বুধবার (২৪ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় উপজেলার তাঁতইর পাইকুড়ডাঙ্গা গ্রামে বীর মুক্তিযোদ্ধা কয়েস উদ্দীনকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন ও থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার এর নেতৃত্বে জেলা পুলিশের একটি চৌকস দল প্রায়ত বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যদায় (গার্ড অব অনার) প্রদান করেন। এরপর জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পূন্ন হয়।

এ সময় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী সহ উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ, এলাকার বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

  • 86
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে