বদলগাছীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২১; সময়: ৩:৫৭ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে দিবসের প্রথম প্রহরে বদলগাছী উপজেলা শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য মো. ছলিম উদ্দীন তরফদার সেলিম।
এরপর পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুল আলম খাঁন, উপজেলা নির্বাহী অফিসার আবু তাহির, বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ। এরপর বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ একে একে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ শেষে ১ মিনিট নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। শেষে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় ।
22