আদমদীঘিতে জমি থেকে বিষ্ণু মূর্তি উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, আদমদীঘি : বগুড়ার আদমদীঘিতে জমিতে মাটি কাটার সময় প্রায় ২০ কেজি ওজনের একটি কালো পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার ৩১ জানুয়ারি বিকেলে উপজেলার কুন্দগ্রাম ইউপির কুশাবাড়ী এলাকায় নাগরনদের পাশে আবুল হোসেনের জমি থেকে মাটি কাটার সময় এই কালো পাথরের মূর্তিটি পাওয়া যায়।
এ সময় স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ মূর্তিটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসেন। মূর্তিটি প্রায় ২০ কেজি ওজনের ৩ ফিট ৪ ইঞ্চি দৈর্ঘ্য ও ১ ফিট ৭ ইঞ্চি প্রস্থ্য প্রাথমিক ধারনা করা হয়েছে এটা হিন্দু সম্প্রদায়ের কালো পাথরের বিষ্ণু মূর্তি। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের কুশাবাড়ী গ্রামের কৃষক আবুল হোসেন নাগরনদের পাশে তার জমিতে মাটি কাটা শুরু করেন। রবিবার মাটি কাটার সময় একটি কালো পাথরের বিষ্ণু মূর্তির সন্ধান পান।
73