কচুয়ায় মাঠ জুড়ে দোল খাচ্ছে হলুদ সরিষার ফুল

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২১; সময়: ১২:২৯ অপরাহ্ণ |
কচুয়ায় মাঠ জুড়ে দোল খাচ্ছে হলুদ সরিষার ফুল

মাসুদ রানা,কচুয়া : চাঁদপুরের কচুয়া উপজেলার বিভিন্ন মাঠে এখন সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে দিগন্ত জোড়া ফসলের মাঠ। হিমেল বাতাসে মাঠ জুড়ে দোল খাচ্ছে হলুদ সরিষার ফুল। সরিষা ফুলের হলুদে মুখরিত যেমন মাঠ, তেমনি বাম্পার ফলনের আশায় কৃষকের চোখে মুখে ফুটে উঠেছে হাসি। যেন সরিষার হলুদ হাসিতে স্বপ্ন দেখছে কচুয়া উপজেলার কৃষকরা।

উপজেলার মাঠে মাঠে ছেয়ে গেছে সরিষার ক্ষেত। বাতাসে দুলছে সরিষা ফুল, হাসছে কৃষক। চলতি মৌসুমে কচুয়া উপজেলায় উন্নত জাতের সরিষা চাষ হচ্ছে। বেড়ে ওঠা গাছ আর ফুল দেখে বেশি ফলনের স্বপ্ন দেখছেন উপজেলার কৃষকরা। গত বছর সরিষার দাম ভালো পাওয়ায় কৃষকরা এবারও সরিষা চাষে বেশি আগ্রহী হয়ে পড়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর প্রত্যেক চাষি মুনাফা লাভ করবে।

স্থানীয় কৃষক আলী মিয়া,আব্দুর রহিম ও আবুল বাসার জানান, গত বছর সরিষার ভালো দাম পাওয়ায় চলতি বছর সরিষা বেশি আবাদ করেছি। ভালো ফলন হলে অবশ্যই দাম পাবো বলে আশা করছি। কচুয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো: জাহাঙ্গীর আলম লিটন বলেন, কচুয়ায় এবছর ২২০ হেক্টর সরিষা চাষে লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। তবে বৃষ্টিপাত হওয়ায় তার মধ্যে ১৫০ হেক্টর সরিষার আবাদ হয়েছে। সরিষা চাষে কৃষকদের উৎসাহ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলন হবে এবং কৃষকরা লাভবান হবেন ।

 

  • 33
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে