নওগাঁয় আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বাস্তবায়ন কর্মশালা

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২১; সময়: ৮:৫৩ অপরাহ্ণ |
নওগাঁয় আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বাস্তবায়ন কর্মশালা

জেষ্ঠ প্রতিবেদকন, নওগাঁ : নওগাঁয় অনুষ্ঠিত হয়ে গেল আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী অবহিত করন কর্মশালা।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষনা ইনস্টিটিউটের সহযোগিতায় জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কর্মশালার আয়োজন করে।

এতে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মো: হারুন-অর রশিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আ.ত.ম আব্দুল্লাহেল বাকী, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আক্তার, শিক্ষাবিদ প্রফেসর শরিফুল ইসলাম খান, মুক্তিযোদ্ধা হারুন-অল রশিদ, নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, প্রোগ্রাম বাস্তবায়নকারী সংস্থা কারিতাসের আঞ্চলিক ব্যবস্থাপক প্রমূখ। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শিহাব রায়হান।

বক্তারা আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বাস্তবায়নের বিভিন্ন কৌশল তুলে ধরে পরামর্শ প্রদান করেন।

আয়োজকরা জানান, উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে বিদ্যালয় বহির্ভূত ৮ থেকে ১৪ বছরের শিশুদেরকে প্রাথমিক শিক্ষা গ্রহনের জন্য দ্বিতীয় বার সুযোগ দেয়া এবং আনুষ্ঠানিক শিক্ষার মাধ্যমে মূলধারায় নিয়ে আসা এই কর্মসূচীর মূল উদ্দেশ্য।

কর্মশালায় সরকারী কর্মকর্তা ছাড়াও প্রোগ্রাম বাস্তবায়নকারী সংস্থা কারিতাসের কর্মকর্তা, স্থানীয় শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক ও সমাজ কর্মিসহ সুধীজন অংশ নেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে