শিবগঞ্জে রাস্তার উন্নয়ন কাজ ও বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২১; সময়: ৮:০৩ অপরাহ্ণ |
শিবগঞ্জে রাস্তার উন্নয়ন কাজ ও বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়ন পরিষদ অফিস হতে সাহাপাড়া ভায়া রানীনগর ও গোপালপুর ঘাট পর্যন্ত সাড়ে ৭ কিলোমিটার রাস্তার উন্নয়ন কাজ শুরু হয়েছে। রোববার দুপুরে ৩ কোটি ৪ লাখ টাকা ব্যয়ে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এলজিইডির তত্ত্বাবধানে এসব নির্মাণ কাজ বাস্তবায়ন করছে।

এর আগে দুলর্ভপুর ইউনিয়নের ক্যাটানীতলা জগন্নাথপুর হবু আর্মির বাড়ি হতে হাসানপুর ফিল্ডের হাট ভাষা মনিরুলের বাড়ি পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্তা ২ কোটি ৪৩ লঅখ টাকা ব্যয়ে নির্মাণ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য। এ সময় এলজিইডির উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, সার্ভেয়ার আবদুল হাকিম, দুলর্ভপুর ইউপি চেয়ারম্যান আবদুর রাজিব রাজু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া, প্রধান শিক্ষক শওকত, মাজিরুল হকসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

অপরদিকে, শিবগঞ্জে দুটি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মিরা গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উর্দ্ধমূখী সম্প্রসারণের আওতায় একতলা ও ক্যাটানীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে ১ কোটি ৩৩ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে দুটি নির্মাণ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এলজিইডির তত্ত্বাবধানে এসব নির্মাণ কাজ বাস্তবায়ন করছে।

এ উপলক্ষে বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে ক্যাটানিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে ও শ্রমিক লীগ নেতা কামরুল আহসান আপেলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ সময় এলজিইডির উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, সার্ভেয়ার আবদুল হাকিম, দুলর্ভপুর ইউপি চেয়ারম্যান আবদুর রাজিব রাজু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া, প্রধান শিক্ষক শওকত, মাজিরুল হকসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এদিকে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় দেশীয় পাবদা, শিং, মাগুর ও গুলশাসহ বিভিন্ন প্রকার ছোট মাছ আধুনিক পদ্ধতিতে চাষ ব্যবস্থাপনা বিষয়ক সক্ষমতা বুদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার দিনব্যাপি উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী-জাইকার সহযোগিতায় এ প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা পরিষদ। উপজেলা মৎস্য ও প্রাণিসম্পদ প্রকল্পের বাস্তবায়নে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বরুন কুমার মন্ডল।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কোয়ারেন্টিন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক ও জাইকার প্রতিনিধি বশির উদ্দিনসহ অন্যরা। প্রশিক্ষণে উপজেলার ২৫ জন মৎস্য চাষী অংশ গ্রহণ করে। কর্মশালায় দেশীয় পাবদা, শিং, মাগুর ও গুলশাসহ বিভিন্ন প্রকার ছোট মাছ আধুনিক পদ্ধতিতে চাষ ব্যবস্থাপনা ও সংরক্ষণের বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বক্তারা।

  • 13
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে