মান্দায় সিসিডিবির শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২১; সময়: ৪:২০ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় বেসরকারি সংস্থা সিসিডিবির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে সংস্থার বিজয়পুরস্থ কার্যালয়ে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম।
এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন সিসিডিবির এলাকা সমন্বয়কারী রনজিত কুমার সাহা, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সাংবাদিক জিল্লুর রহমান, সিসিডিবির সিনিয়র প্রোগ্রাম অফিসার কাওসার আল মামুন, শাখা ব্যবস্থাপক রায়হান উদ্দিন মন্ডল, হিসাব রক্ষক গোলাম আজম প্রমুখ।
শেষে সিসিডিবির মাইক্রোফিন্যান্স প্রোগ্রামের আওতায় ১শ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
9