রহনপুরে জেলা আওয়ামী যুবলীগ নেতা বাবুর নেতৃত্বে নৌকার প্রচারণা
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২১; সময়: ১০:২৭ am |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : ভোটের বাকী আর মাত্র এক সপ্তাহ। ভোট এগিয়ে আসার সাথে সাথে নৌকা প্রতীকের প্রার্থীর প্রচার প্রচারণা, গণসংযোগ বেড়ে চলেছে। ঠান্ডা, কুয়াশা উপেক্ষা করে ওয়ার্ডে ওয়ার্ডে নেতাকর্মী সমর্থকরা নিজ দলীয় প্রার্থীকে জেতাতে কোমর বেঁধে নেমেছেন।
এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র প্রার্থী আলহাজ্ব সামিউল হক লিটনের নির্দেশনা ও সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবুর নেতৃত্বে রোববার বিকেল থেকে সন্ধা পর্যন্ত ঠান্ডা কুয়াশার মাঝে রহনপুরে নৌকা প্রতীকের পক্ষে মিছিল ও গণসংযোগ হয়েছে।
মিছিলে উপস্থিত ছিলেন, রহনপুর পৌর নির্বাচনে নৌকার মেয়র প্রার্থী গোলাম রাব্বানী বিশ্বাস, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি আসাফুদ্দৌলা, সাধারণ সম্পাদক লেনিন প্রামাণিক।
গোমস্তাপুর উপজেলা যুবলীগ সভাপতি রাসিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক মমিন বিশ্বাস, সহ-সভাপতি মুনসুর আলি, জহুরুল ইসলাম, যুবলীগ নেতা সোহাগ আলি, সাবেক ছাত্রলীগ নেতা কৌশিক আহমেদ। জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মৌসুমি আক্তার স্মৃতি, সদস্য তৌহিদুল ইসলাম ফিরোজসহ অন্যরা।
12