বড়াইগ্রামে নকল ওষুধ তৈরীর প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২১; সময়: ৫:০৪ অপরাহ্ণ |
বড়াইগ্রামে নকল ওষুধ তৈরীর প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম : নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নের গড়মাটি এলাকায় নকল আযূর্বেদিক ওষুধ তৈরী ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসি। রোববার সকালে নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি এলাকায় ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনকালে বক্তব্য রাখেন, গোপালপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, স্থাণীয় মাহফজুর রহমান, মমতাজ উদ্দিন প্রমুখ। এ সময় বক্তারা বলেন, গড়মাটি এলাকায় জেনি আয়ুর্বেদিক ল্যাবরেটরির মালিক মোজাফফর হোসেন ও তার জামাই কথিত সাংবাদিক জাফর আলী নকল ঔষধ তৈরী করে করেন। এসবের প্রতিবাদ করলে তারা সন্ত্রাসীবাহিনী দিয়ে এলাকাবাসীকে ভয় ভীতি প্রদর্শন ও মিথ্যা মামলায় হয়রানি করছে। এসময় এলাকাবাসি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবী করেন।

  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে