কুষ্টিয়ায় মাথা গোঁজার ঠিকানা হল ১৫৭টি পরিবারের

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২১; সময়: ৪:৩৭ অপরাহ্ণ |
কুষ্টিয়ায় মাথা গোঁজার ঠিকানা হল ১৫৭টি পরিবারের

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া : মাথা গোঁজার স্থায়ী ঠিকানা পেল কুষ্টিয়ার ১৫৭টি ভুমিহীন ও গৃহহীন পরিবার। মুজিব জন্মশতবর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত উপহার হিসেবে শনিবার ১৫৭টি বাড়ির চাবি ও কাগজপত্র তুলে দেওয়া হয় পরিবারগুলোর সদস্যদের হাতে।

শনিবার সকালে জেলার মিরপুর উপজেলা অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার লিংকন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আসলাম হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির ছিলেন উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন।

এসময় জনপ্রতিনিধিসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মুজিব শত বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহদান প্রকল্পে কুষ্টিয়ায় সর্বমোট ৭ হাজার পরিবার এ বাড়ি পাবেন। শনিবার প্রথম দফায় ১৫৭টি পরিবারকে তাদের বাড়ি বুঝিয়ে দেওয়া হয়। এর মধ্যে ভেড়ামারা উপজেলায় ১০০টি, সদর উপজেলার একটি ও মিরপুর উপজেলার ৫৬টি পরিবার রয়েছে।

এছাড়া আরো ১৮১টি বাড়ি নির্মাণের কাজ শেষের পর্যায়ে। জানা যায়, ২ শতাংশ খাস জমির উপর প্রতিটি বাড়ি নির্মাণে ব্যয় হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। ২৯৪ বর্গফুট আয়তনের আধাপাকা এ বাড়িতে দুটি শয়ন কক্ষ, একটি রান্নাঘর এবং একটি টয়লেটের ব্যবস্থা রয়েছে। সরকারিভাবে এই আশ্রয়ন প্রকল্পে বিদ্যুৎ এবং সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি ঘরের সামনে সবজি চাষ এবং হাঁস-মুরগী পালনসহ আয়বর্ধক ব্যবস্থা রাখা হয়েছে।

এদিকে, জমিসহ ঘর পেয়ে খুশী ভূমি ও গৃহহীনরা। তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এছাড়া মুজিববর্ষে প্রানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রকৃৃত ভূমি ও গৃহহীনদের হাতে জমিসহ ঘর বুঝিয়ে দিতে পেরে খুশি জেলা প্রশাসক আসলাম হোসেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে