পত্নীতলায় প্রধানমন্ত্রীর উপহার বাড়ি পেল গৃহহীন ১১৪ পরিবার

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২১; সময়: ৩:৩৫ অপরাহ্ণ |
পত্নীতলায় প্রধানমন্ত্রীর উপহার বাড়ি পেল গৃহহীন ১১৪ পরিবার

নিজস্ব প্রতিবেদক, পত্নীতলা : “আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার” মুজিব শত বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান শুভ উদ্বোধনের মাধ্যমে বাড়ি উপহার পেলেন উপজেলার ১১৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবার।

শনিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধন ঘোষণার পর প্রধানমন্ত্রীর পক্ষে গৃহহীনদের মাঝে বাড়ির কাজগপত্রের ফাইল হস্তানন্তর করেন সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার , উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: লিটন সরকার,সহকারী কমিশনার (ভূমি) সানজিদা সুলতানা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক চৌধুরী, নজিপুর পৌর মেয়র রেজাউল করিব চৌধুরী, সাবেক অধ্যক্ষ ময়েজ উদ্দীন, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, নজিপুর প্রেস ক্লাবের সভাপতি ফরহাদ হোসেন, নজিপুর পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল আলম বেন্টু, উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বিলাস, সাধারণ সম্পাদক তাসরিফ হোসেন সম্পদ, আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, অফিস কর্মকর্তা ও সুধিজনেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন একাডেমীক সুপার ভাইজার মুরশিদুল আলম।

  • 100
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে