নওগাঁ সদরে প্রথম ধাপে ঘর পেলো ১১০টি গৃহহীন পরিবার

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২১; সময়: ৩:২৯ অপরাহ্ণ |
নওগাঁ সদরে প্রথম ধাপে ঘর পেলো ১১০টি গৃহহীন পরিবার

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবার পূর্ণবাসনের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে শুভ উদ্বোধন ঘোষণা শেষে নওগাঁ জেলায় ১ হাজার ৫৬ টি পরিবারকে ঘর প্রদান করেছেন এর মধ্যে নওগাঁ সদর উপজেলায় প্রথম ধাপে ১১০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে দুই কক্ষ বিশিষ্ট ঘরের চাবি, কবুলিয়ত ও নামজারী কাগজপত্র প্রদান করা হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা অডিটোরিয়ামে নওগাঁ জেলা প্রশাসন কতৃর্ক আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সাংসদ ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন।

এসময় নওগাঁ জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদ,নওগাঁ জেলা পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া বিপিএম, নওগাঁ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, সদর উপজেল নির্বাহী অফিসার মীর্জা ইমাম উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অল রশিদ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ সহ উপকার ভোগীরা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি সাংসদ ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন ও জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদ,ভূমিহীন ও গৃহহীন পরিবার মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে দুই কক্ষ বিশিষ্ট ঘরের চাবি, কবুলিয়ত ও নামজারী কাগজপত্র প্রদান করেন।

  • 56
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে