চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ 

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২১; সময়: ৯:২৮ অপরাহ্ণ |
চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ 
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে প্রচন্ড ঠান্ডা আর ঘণ কুয়াশার চাদরে ঢাকা আম্রকাননে ঘেরা মনোরম পরিবেশে পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
২১ জানুয়ারি বৃহস্পতিবার রাত ১০টার দিকে খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন, পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, বিপিএম পিপিএম (বার)।
টুর্নামেন্টে ‘ক’ গ্রুপে চ্যাম্পিয়ন হন, অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর (সার্কেল) মো. জাহিদুর রহমানের দল। আর ‘খ’ গ্রুপে চ্যাম্পিয়ন হন এসআই (নি.) মাহাবুবের দল। এ ছাড়াও মহিলা গ্রুপে এএসআই রক্সী’র দল চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. ইকবাল হোছাইন, অতিরিক্ত পুলিশ সুপার ফজল-ই-খুদা পলাশ।
উপস্থিত ছিলেন, জেলা গোয়েন্দা শাখার ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার, সদর ফাঁড়ির ওসি মোহাম্মদ করিম, ওসি সদর মডেল থানা মো. মোজাফফর হোসেন, ওসি তদন্ত কবির হোসেন, ওসি অপারেশন মিন্টু রহমান, এসআই আবু আব্দুল্লাহ জাহিদ পিপিএম, এসআই অনুপ কুমার সরকারসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য গত ৯ জানুয়ারি টুর্নামেন্টটি শুরু হয়। গত কয়েক বছর ধরে পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে আসছে।
এবারের টুর্নামেন্টে ৩টি ক্যাটাগরিতে ২০ টি দল অংশগ্রহণ করেছিল। প্রথম ক্যাটাগরিতে পরিদর্শক হতে পুলিশ সুপার পর্যায়ের ৬টি, কনস্টেবল হতে এসআই পর্যায়ে ১২ টি এবং নারী পুলিশ দল ২টি প্রতিদ্বন্দ্বিতা করেন। অনুষ্ঠানে অফিসার বৃন্দের সহধর্মিণীসহ পরিবারের সদস্যগণও উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন, ৫ থানা ও তদন্ত কেন্দ্রের অফিসার, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক হাসিব হোসেন, মধুমতির মাসুদ রানা, তারেক রহমান প্রমূখ।
টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হবার জন্য সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানান পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব।
  • 42
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে