শিবগঞ্জে সরকারি আদেশ অমান্য করে পুকুর খনন

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২১; সময়: ৬:০৪ অপরাহ্ণ |
শিবগঞ্জে সরকারি আদেশ অমান্য করে পুকুর খনন

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সরকারি আদেশ অমান্য করে অবাধে চলছে পুকুর খননের কাজ। উপজেলার মোবারকপুর টিকোরী গঙ্গারামপুর গোরস্থানের পাশেই বিশাল আকারের বেশ কিছু আমগাছ কেটে ফেলে প্রায় ৪ বিঘা জমির উপরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ১০-১৫ ফিট গভীর করে পুকুর খননের কাজ চালিয়ে আসছেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি টিকোরী এলাকার মৃত এহসান মোহাম্মদের ছেলে মাহতাব উদ্দিন।

সরেজমিন কেটে মাটি সরিয়ে নিয়ে এমন গভীর পুকুর খননের ফলে আশেপাশের আমবাগান ও রাস্তাসহ বেশ কিছু স্থাপনা ঝুঁকির আশঙ্কায় রয়েছে। তবে মাহতাব উদ্দিন প্রথমে সরকারি অনুমতি আছে বলে জানালেও কোন অনুমতিপত্র দেখাতে পারেননি।

মোবারকপুর ইউনিয়ন ভূমি অফিসের তোহশিলদার ফাতিমা আকতার জাহান জানান, গত কয়েকদিন আগে সরেজমিন কেটে পুকুর খননের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খনন কাজ বন্ধ করা হয়েছে। পরদিন মাহতাব উদ্দিন অফিসে এসে আর মাটি খনন করবেন না বলে জানিয়ে দেন। তারপরও কোন প্রকার অনুমতি ছাড়া যদি নতুন ভাবে খনন করে তাহলে এটি আইনী অপরাধ।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরিফা সুলতানা জানান, কোন প্রকার সরকারি অনুমতি ছাড়া কেউ সরেজমিন কেটে গভীর করতে পারবে না। স্থানীয় ইউনিয়ন ভূমি কর্মকর্তার মাধ্যমে তথ্য নিয়ে অনুমতি ছাড়া পুকুর খননের সত্যতা পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি জানান, ইতোপূর্বে পুকুর খননে মাটি কাটা বন্ধ করা হয়েছিল। যদি তা অমান্য করে ফের খনন কাজ চালায় তাহলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

  • 254
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে