একসঙ্গে ৩ শিশু জন্ম
প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২১; সময়: ১:৪৭ pm |
খবর > আঞ্চলিক / শীর্ষ সংবাদ
পদ্মাটাইমস ডেস্ক : জামালপুরে একসঙ্গে তিনটি ছেলেসন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি। নবজাতকরা সুস্থ আছে।
বুধবার সকালে সেন্ট্রাল হাসপাতালে ড. গাইনি বিভাগের সার্জন শারমিন আক্তার জানান, গত রোববার বেসরকারি সেন্ট্রাল হাসপাতালে ওই তিন ছেলেসন্তানের জন্ম দেন প্রসূতি জেসমিন আক্তার (২৪)। তিনি মাদারগঞ্জ উপজেলার কড়ইচূড়া গ্রামের মো. জাকিউলের স্ত্রী।
প্রসববেদনা শুরু হলে গত রোববার সকালে প্রসূতি জেসমিন আক্তারকে জামালপুর শহরের বেসরকারি সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে যাওয়ার কিছুক্ষণ পরই চিকিৎসকের পরামর্শে অপারেশন করে তিন ছেলেসন্তানের জন্ম হয়।
আজ বুধবার সকালে তারা তিন সন্তান নিয়ে বাড়ি ফিরে গেছেন।
5