বড়াইগ্রামে নানা উপকরণ বিতরণ

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২১; সময়: ৩:৪৮ অপরাহ্ণ |
বড়াইগ্রামে নানা উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম : নাটোরের বড়াইগ্রামে প্রাণিসম্পদ দপ্তর থেকে এনএটিপি ফেজ-২ প্রকল্পের ২১ জন সিআইজি সদস্যের মধ্যে গাভী পালন, গরু হৃষ্টপুষ্ঠ করণ, ছাগল পালন ও মুরগী পালন প্রদর্শনী উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বরে সুফলভোগী সদস্য, অফিসের কর্মকর্তা-কর্মচারীদের অংশ গ্রহণে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. উজ্জ্বল কুমার কুন্ডুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সুফলভোগীদের হাতে উপকরণ তুলে দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ গোলাম মোস্তফা।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ফাল্গুনি হক ইতি।

  • 80
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে