সিরাজগঞ্জের চার পৌরসভায় তিনটিতে আ.লীগ, একটিতে বিদ্রোহী প্রার্থী বিজয়ী

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২১; সময়: ৪:০৮ অপরাহ্ণ |
সিরাজগঞ্জের চার পৌরসভায় তিনটিতে আ.লীগ, একটিতে বিদ্রোহী প্রার্থী বিজয়ী

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের চার পৌরসভায় মেয়র পদে তিনটিতে আওয়ামী লীগ ও একটিতে স্বতন্ত্র (বিদ্রোহী আওয়ামী লীগ) প্রার্থীরা বেসরকারি নির্বাচিত বিজয়ী হয়েছেন। শনিবার (১৬ জানুয়ারি) রাতে ভোট গনণা শেষে স্ব স্ব এলাকার রিটার্নিং কর্মকর্তারা বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করেন।

এদের মধ্যে সিরাজগঞ্জ সদরে আওয়ামী লীগের সৈয়দ আব্দুর রউফ মুক্তা, উল্লাপাড়ায় আওয়ামী লীগের এস. এম নজরুল ইসলাম ও রায়গঞ্জে আওয়ামী লীগের আব্দুল্লাহ আল পাঠান দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন। শুধুমাত্র বেলকুচিতে প্রথমবারের মতো আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সাজ্জাদুল হক রেজা নির্বাচিত হয়েছেন।

রায়গঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, এ পৌরসভায় বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী আব্দুল্লাহ আল পাঠান বিজয়ী হয়েছেন। নৌকা প্রতিকে তিনি পেয়েছেন ৮ হাজার ৯২০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহিদুল ইসলাম ধানের শীষ প্রতিকে পেলেন ৫৭৫ ভোট।

উল্লাপাড়ার সহকারি রিটার্নিং কর্মকর্তা মাসুদ রানা বলেন, উল্লাপাড়া পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী নৌকা প্রতিকে এস.এম নজরুল ইসলাম ২৪ হাজার ৫০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আজাদ হোসেন ধানের শীষ প্রতিকে পেয়েছেন ১১৩৩ ভোট।

বেলকুচির সহকারি রিটার্নিং কর্মকর্তা আশরাফুল হক জানান, বেলকুচি পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদুল হক রেজা নারিকেল গাছ প্রতিকে ১৮ হাজার ৩৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশানুর বিশ্বাস নৌকা প্রতিকে পেয়েছেন ১২ হাজার ৭৮৪ ভোট। এছাড়াও ধানের শীষ প্রতিকে বিএনপি প্রার্থী হাজী আলতাফ হোসেন ৩৮৪০ ভোট পেয়েছেন।

সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিসার মো. আজিজাল হক জানান, এ পৌরসভায় নৌকা প্রতিকে সৈয়দ আব্দুর রউফ মুক্তা বিপুল ব্যবধানে বিজয়ের পথে রয়েছেন। উল্লেখ্য, কাজিপুর পৌরসভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আব্দুল হান্নান বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হয়েছেন।

  • 22
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে