পাবনার স্বাধীনতা চত্বরকে অবিলম্বে উন্মুক্ত করার দাবিতে মানবন্ধন, স্মারকলিপি প্রদান
প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২১; সময়: ৩:৪০ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনার স্বাধীনতা চত্বরকে অবিলম্বে শিল্পী সাংস্কৃতিক কর্মীদের জন্য উন্ম্ক্তু করে দেবার দাবিতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন কর্মসূচি শেষে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেন সাংস্কৃতিক কর্মীরা। রবিবার সকালে পাবনা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বলা হয় দীর্ঘদিন ধরে স্বাধীনতা চত্বরকে তালাবদ্ধ করে রাখা রয়েছে। পাবনাতে সাংস্কৃতি অনুষ্ঠান করবার মতো জায়গা নেই। দিনের পর দিন স্বাধীনতা চত্বর বন্ধ থাকার কারনে এখানে কোন অনুষ্ঠানের আয়োজন করা যাচেছ না, যা কোনভাবেই কাম্য নয়।
এজন্য অতি দ্রুত স্বাধীনতা চত্বরে সাংস্কৃতিক কর্মীসহ সাধারন জনগনের জন্য উন্মুক্ত করে দেবার দাবি জানানো হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করা হয়।
9