পাবনার ফরিদপুরে আ.লীগ প্রার্থী কামরুজ্জামান মাজেদ নির্বাচিত

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২১; সময়: ৩:৩৩ অপরাহ্ণ |
পাবনার ফরিদপুরে আ.লীগ প্রার্থী কামরুজ্জামান মাজেদ নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক, পাবনা : দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত পাবনার চার পৌরসভায় মেয়র পদে আওয়ামীলীগের প্রার্থীরা বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। পাবনা জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরো জানান, ইভিএম পদ্ধতিতে দিনভর পাবনার ফরিদপুর পৌরসভায় ভোট গ্রহণ করা হয়েছে। এই পৌরসভায় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচনের ফলাফলে আওয়ামীলীগের প্রার্থী খ.ম কামরুজ্জামান মাজেদ নৌকা প্রতীকে ৫ হাজার ২৬ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী এনামুল হক ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৩ শত ১২ ভোট।

অপরদিকে, সাঁথিয়া পৌরসভায় মেয়র পদে আওয়ামীলীগ প্রার্থী মাহবুবুল আলম বাচ্চু নৌকা প্রতীকে ১৬ হাজার ৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি প্রার্থী সিরাজুল ইসলাম মল্লিক ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৭০ ভোট।

এদিকে, পাবনার ঈশ্বরদী পৌরসভায় আওয়ামীলীগের ইসাহক আলী মালিথা পেয়েছেন ২৮ হাজার ৫৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী রফিকুল ইসলাম নয়ন। তিনি পেয়েছেন ২ হাজার ১৭০ ভোট। উপজেলা রিটানিং অফিসার, ইউএনও পিএম ইমরুল কায়েস এ তথ্য নিশ্চিত করেন।

এছাড়া ভাঙ্গুড়া পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম হাসনায়েন রাসেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ফরিদপুর পৌরসভায় বিএনপি প্রার্থীর সুনির্দিষ্ট কোন অভিযোগ না থাকলেও ঈশ^রদী ও সাঁথিয়া পৌরসভায় জালভোট প্রদান, কেন্দ্র দখলসহ নানা অনিয়মের অভিযোগ করেছেন বিএনপি প্রার্থীরা।

  • 14
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে