চাঁপাইনবাবগঞ্জে বাল্য বিয়েকে না বলো বিষয়ে প্ল্যাকার্ড প্রদর্শন

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২১; সময়: ৪:১৬ অপরাহ্ণ |
চাঁপাইনবাবগঞ্জে বাল্য বিয়েকে না বলো বিষয়ে প্ল্যাকার্ড প্রদর্শন

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে বাল্য বিবাহ প্রতিরোধে অংশীজনের সাথে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৬ জানুয়ারি শনিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের আম্রকাননে ঘেরা বঙ্গবন্ধু মঞ্চে অনুষ্ঠানটি হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ ওয়াহিদা আক্তার। আর সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ।

মতবিনিময় ও আলোচনা সভায় বক্তব্য দেন, শিবগঞ্জ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম তাজকির উজ-জামান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রুহুল আমিন, জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাহিদ শিকদারসহ অন্যরা।

এ সময় শিক্ষক, অভিভাবক, ঈমামসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় বাল্য বিয়েকে না বলো বিষয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করেন উপস্থিত অতিথিবৃন্দ। পরে চাঁপাইনবাবগঞ্জ পর্যটন গাইডের মোড়ক উন্মোচন করা হয়।

এর আগে একই স্থানে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার তুলে দেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ ওয়াহিদা আক্তার।

প্রাণবন্ত অনুষ্ঠানটি প্রয়াস ফোক থিয়েটার ইন্সটিটিউট এর শিল্পীদের ঐতিহ্যবাহী গম্ভীরা গান পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয়।

  • 119
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে