নজিপুর পৌরসভার ভোটগ্রহণ চলছে

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২১; সময়: ১২:৩৮ অপরাহ্ণ |
নজিপুর পৌরসভার ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর নজিপুর পৌরসভার ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে সুষ্ঠ ও শান্তিপূর্ন ভাবে এ ভোট গ্রহন শুরু হয়। চলবে বিরতিহীন বিকেল ৪টা পর্যন্ত।

সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হলেও কুয়াশা আর ঠান্ডার মধ্যেও ভোটার উপস্থিতি ছিল অনেক। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

এ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী রেজাউল কবির চৌধূরী ও বিএনপির মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও কাউন্সিলর পদে ৩৫ জন ও ১২জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। নজিপুর পৌরসভায় ৯টি ওয়ার্ডে মোট ১৬ হাজার ৯৯৭জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ২১৫ জন ও মহিলা ভোটার ৮ হাজার ৭৮২ জন।

নির্বাচনী এলাকায় পুলিশ, বিজিবি টহলের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটে ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রয়েছে মোবাইল টিম। এদিকে, সকালে বিএনপি প্রার্থী আনোয়ার হোসেন পলিপাড়া কেন্দ্রে অভিযোগ করে বলেন, কোন এজেন্ট কেন্দ্রে যেতে দেয়া হচ্ছে না। সুষ্টি ভোটের কোন পরিবেশ নাই।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে