শিবগঞ্জে মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ পরিবার

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২১; সময়: ৮:২২ অপরাহ্ণ |

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : মাদকাসক্ত ছেলের অত্যাচার, জুলুম ও নির্যাতনের হাত থেকে বাঁচতে নির্যাতিত পরিবারের করুন আর্তনাদ। প্রতিকার চেয়ে স্থানীয় প্রশাসন বরাবর লিখিত অভিযোগ করেছেন প্রতিবন্ধী পিতা। ঘটনাটি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের খড়িয়াল গ্রামের।

ভূক্তভোগী পিতা একই গ্রামের মৃত মিয়াজান আলির ছেলে প্রতিবন্ধী ভোগুরুদ্দীন (৭৫)। গত ১২ জানুয়ারী ভোগুরুদ্দীনের স্বাক্ষরিত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিবগঞ্জ থানার ওসি বরাবর পৃথক তিনটি লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে- ভোগুরুদ্দীন একজন অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধী ব্যক্তি।

সামান্য পুঁজিতে মাছের ব্যবসা করে অনাহারে, অর্ধাহারে দিনাদিপাত করছে। এমন অবস্থায় মরার উপর খাঁড়ার ঘা এর মত তার মাদকাসক্ত ছেলে আলমগীর হোসেন (২৮) হেরোইন কেনার জন্য প্রতিদিন ২’শ টাকা করে নিচ্ছে। টাকা দিতে না পারলে পিতা-মা ও স্বামী পরিত্যক্ত বোনকে মারপিট ও নির্যাতন করছে। এমনকি দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করার উদ্দেশ্যে তাড়া করছে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে- আলমগীর বাড়ির চাল, আটা ও ঘরের টিনসহ সমস্ত কিছু বিক্রি করে হেরোইন কিনে নেশা করেছে। মাদকাসক্ত ছেলে প্রাণনাশের হুমকিতে হতভাগা পিতা পরিবারকে সারা রাত জেগে থাকছে। বর্তমানে পরিবারটি মানবেতর জীবনযাপন করছে। শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন অভিযোগ পাবার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, শুধু আলমগীর নয়, যারা মাদকাসক্ত, মাদক বিক্রেতা, মাদক সরবরাহকারীসহ যে সমস্ত সিন্ডিকেট মাদক ব্যবসায়ীদেরকে ইন্ধন যোগাচ্ছে তাদের বিরুদ্ধে শিগগির চিরনি অভিযান চালানো হবে।

এদিকে অভিযোগ পাবার বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি বলেন, শীঘ্রই মনাকষাতে মাদকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • 78
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে