সিরাজগঞ্জে ঐতিহ্যবাহী মানবমুক্তি সংস্থার ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২১; সময়: ৫:০৩ অপরাহ্ণ |
সিরাজগঞ্জে ঐতিহ্যবাহী মানবমুক্তি সংস্থার ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : নানা আয়োজনের মধ্যে দিয়ে সিরাজগঞ্জে মানব কল্যাণে সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য নিবেদিত ঐতিহ্যবাহী উন্নয়ন সংস্থা ‘মানবমুক্তি’-এর ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার দিন ব্যাপী অনুষ্ঠানে ছিল সিরাজগঞ্জ, পাবনা ও টাঙ্গাইল জেলার মোট ২৫টি শাখার প্রায় ৩ শতাধীক কর্মকর্তা-কর্মচারী ও শুভাকাঙ্খীদের নিয়ে বসেছিল মিলন মেলা। জাতীয় সঙ্গীত পরিবেশন শেষে বিশাল কেক কেটে অনুষ্ঠানের সুচনা করেন সংস্থার নির্বাহী পরিচালক হাবিব উল্লাহ বাহার, সংস্থার আইজিপি পরিচালক আশরাফুজ্জামান খান। এরপর ছিল আলোচনা সভা, বিভিন্ন ক্রিড়া প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্রে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

অনুষ্ঠানে চৌহালীর রেহাই মন্ডল ভোগ গ্রামে কয়েক জন উদ্যোমী মানুষের মেধা ও পরিশ্রমে প্রতিষ্ঠিত মানবমুক্তি সংস্থার বিষয়ে অতিথির বক্তব্যে সংস্থার নির্বাহী পরিচালক হাবিব উল্লাহ বাহার বলেন, সততা, ন্যায় নিষ্ঠতা ও সবার একাগ্রতা থাকলে যেকোন উদ্যোগই সফল হয়। তারই দৃষ্টান্ত আমাদের এই সংস্থা। আমরা সততার উপর ভর করেই দেশ তথা বিশ্বে সুনাম অর্জন করে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরেছি। এ সফলতা আমাদের প্রতিটি কর্মীর প্রচেষ্টায়। আগামী দিনেও আমরা সবাই এক হয়ে মানুষের কল্যানের মাধ্যমে মানব মুক্তিকে এগিয়ে নেব।

  • 203
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে