দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয়

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২১; সময়: ১:০০ অপরাহ্ণ |
দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয়

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, শুক্রবার (১৫ জানুয়ারি) সকাল ৯টায় নওগাঁর বদলগাছিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানায় বদলগাছি আবহাওয়া অধিদপ্তর নওগাঁ এর টেলিপ্রীন্ট অপারেটর রিপন আহমেদ।

চলমান তীব্র শৈতপ্রবাহ, ঘন কুয়াশা আর উত্তর থেকে আসা হিমেল বাতাসের কারনে মানুষের জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। হঠাৎ জেকে বসা কনকনে শীতে নাকাল হয়ে পড়েছে পড়েছে খেটে খাওয়া দিনমজুরেরা। শীতের তীব্রতার সঙ্গে বয়ে যাওয়া হিমেল হাওয়ার কারণে ঘর থেকে বের হতে পারছে না খেটে খাওয়া দিনমজুররা।

শীতের তীব্রতার কারণে অটোভ্যান, রিক্সাসহ ছোট ছোট যানবাহনে উঠছে না যাত্রীরা। মাঠ-ঘাঠে কাজে ফিরতে পারছে না দিনমজুররা। কমে গেছে আয়। এনজিওর কিস্তি দিতে না পারায় চরম বেকায়দায় পড়েছে তারা।অপরদিকে শীতের তীব্রতায় কমে গেছে নানা রকমের ছোট-খাটো ব্যবসা। চরম হতাশায় পড়েছে বিভিন্ন শ্রেণির ব্যবসায়ীরা। প্রচন্ড শীত আর ঘন কুয়াশায় জন-জীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে।

  • 174
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে