পোরশায় ডাসকো ফাউন্ডেশনের কর্মশালা

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২১; সময়: ৪:০৭ অপরাহ্ণ |
পোরশায় ডাসকো ফাউন্ডেশনের কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় উপজেলা পর্যায়ে স্থানীয় কতৃপক্ষ ও নারী সমাজের প্রতিনিধিদের সাথে মানবাধীকার ও নারী অধিকার শীর্ষক যৌথ কর্মশালা মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

বে-সরকারী সংস্থা ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে ও ইউরোপিয়ান ইউনিয়ন এবং নেটজ্ বাংলাদেশের অর্থায়নে ও কারিগরি সহযোগীতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়। স্ট্রেনদেন্ড সিভিল সোসইটি প্রটেক্টস এন্ড প্রমোটস্ উইমেন রাইটস প্রজেক্ট এর আওতায় এতে বাল্য বিয়ে প্রতিরোধ ও নারী অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নাগরিক জোট গঠনের উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখা হয়।

সংস্থাটির প্রকল্প সমন্বয়কারী মাহবুবুর রহমানের উপস্থাপনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম। সভাপতিত্ব করেন ইউএনও নাজমুল হামিদ রেজা। এতে থানা অফিসার ইনচার্জ শফিউল আজম খাঁন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা, ডাসকো’র ফিল্ড অফিসার ভানু রাণী সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

  • 39
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে