রাণীনগরে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার
প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২১; সময়: ৩:০১ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে মাদক মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী কিসমিস (৪২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিনগত রাতে নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কিসমিস উপজেলার একডালা গ্রামের মৃত মনির উদ্দীনের ছেলে।
রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ জানান, গত ২০১৭ সালের একটি মাদক মামলায় কিসমিসের ৬ মাসের সাজা দেয় আদালত। এরপর থেকে সে পলাতক ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে একডালা অস্থায়ী পুলিশ ক্যাম্প ইনচার্জ এএসআই জহুরুল ইসলাম সোমবার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করে। মঙ্গলবার সকালে কিসমিসকে আদালতে প্রেরণ করা হয়েছে।
4