শিবগঞ্জে মৎস্য চাষিদের প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২১; সময়: ৭:৩২ অপরাহ্ণ |
শিবগঞ্জে মৎস্য চাষিদের প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজী প্রোগ্রাম ফেজ ও প্রজেক্ট (এনএটিপি-২) মৎস্য অধিদপ্তরের আওতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ইউনিয়ন পর্যায়ে সিআইজি ও নন-সিআইজি মৎস্য চাষিদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বিনোদপুর ইউনিয়নে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বরুন কুমার মন্ডল, সম্প্রসারণ কর্মকর্তা (এনএটিপি-২) আইনুদ্দিন হক ও ক্ষেত্র সহকারী (এনএটিপি-২) মনিভূষন রায়।

এ সময় সিআইজি ও নন-সিআইজি চাষিদের উপস্থিতিতে পুকুরে জাল টেনে কার্প জাতীয় মাছের বৃদ্ধি পর্যবেক্ষণ করা হয়। এছাড়া লিফ, সিআইজি, নন-সিআইজি চাষী ও স্থানীয় গণ্যমাণ্যরা উপস্থিত ছিলেন।

এদিকে বিকেলে রাজশাহী বিভাগে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের অর্থবছরের আওতায় পাগলা নদীর পুখুরিয়া ঘাটে দেশীয় ও বিলুপ্ত প্রজাতির মাছ সংরক্ষণে স্থাপিত অভয়াশ্রম পরিদর্শন করেন রাজশাহী বিভাগে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. সেলিম আকতার।

  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে