বড়াইগ্রামে মাদক বিরোধী শপথ পাঠ

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২১; সময়: ৪:৩০ অপরাহ্ণ |
বড়াইগ্রামে মাদক বিরোধী শপথ পাঠ

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম : নাটোরের বড়াইগ্রামে “মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ জীবন গড়ে তুলি” শ্লোগানে জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী, খেলোয়াড়, শিক্ষক, সুধী, সাংবাদিক মাদক বিরোধী শপথ পাঠ করেছেন। উপজেলা প্রশাসনের আয়োজনে মুজিববর্ষ উপলক্ষ্যে বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ওই শপথ বাক্য পাঠ করেন। ফাইনাল খেলায় উপজেলা ক্রীড়া সংস্থা ও জোয়াড়ী ইউনিয়ন পরিষদ অংশ গ্রহণ করে।

উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে শপথ পাঠ করান সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস। পাঠ করেন ইউএনও জাহাঙ্গীর আলম, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলার সকল দপ্তর প্রধান, ভাইসচেয়ারম্যান আতাউর রহমান, মহিলা ভাইসচেয়ারম্যান সুরাইয়া কলি, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক জয়নাল গাজী, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস, সম্পাদক মিজানুর রহমান, উপজেলার সাত ইউপি চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, খেলোয়াড়, সুধী, সাংবাদিক মিলে দুই সহস্রাধিক মানুষ। উপজেলার দুই পৌরসভা, সাত ইউনিয়নসহ ১২টিমের এই খেলা শুরু হয়েছিল ৩০ ডিসেম্বর।

  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে